খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন একটি স্বায়ত্বশাসিত সেবাধর্মী প্রতিষ্ঠান৷ পরিকল্পিত নগরায়ন ও আধুনিক খুলনা গড়ার প্রতিশ্রুতি নিয়ে ১৯৬১ সালের ২১ জানুয়ারী এই প্রতিষ্ঠানের সৃষ্টি৷ জন্মের সূচনালগ্ন থেকেই প্রতিষ্ঠানটি নগর পরিকল্পনা, মহানগর উন্নয়নে অংশগ্রহন এবং অপরিকল্পিত উন্নয়ন নিয়ন্ত্রনের উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছে ৷ সবকিছুর মূলে রয়েছে জনসেবাকে আরো গতিশীল ও যুগোপযোগী করা।সাম্প্রতিক খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ,আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। নিম্নেবিজ্ঞপ্তির সকল বিস্তারিত দেওয়া হলঃ-
বেতন স্কেলঃ ৮,২৫০-২০,০১০
পদ সংখাঃ ০৩ টি।
যোগ্যতাঃ- নিম্নের ছবিতে দেখুন।
বয়স সীমাঃ ১৮- ৩০ বছর।
আবেদনের সময় সীমাঃ ১৫ মার্চ ২০২০ পর্যন্ত
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি

Source: Kalerkantha, 20 February 2020
Application Deadline: 15 March 2020
সেবার তালিকা
১) প্লট বরাদ্দ।
২। প্লট হস্তান্তর।
৩। উত্তরাধিকার ও ওয়ারিশ সূত্রে প্রাপ্ত প্লটের নামজারি।
৪। দোকান/স্টল/কাউন্টার/স্পেস বরাদ্দ/হস্তান্তর।
৫। বিল বোর্ড বরাদ্দ।
৬। কেডিএর প্লটের নকশা অনুমোদনের জন্য বৈষয়িক শাখা কর্তৃক ছাড়পত্র প্রদান।
৭। আবাসিক/বানিজ্যিক কাম আবাসিক/শিল্প প্লট বন্ধক রেখে ঋন গ্রহনের জন্য NOC পাইবার পদ্ধতি।
৮। আমমোক্তারনামা দলিল গ্রহণ।
৯। কেডিএ হতে ভূমি ব্যবহারের ছাড়পদ্র (No Objection Certificate/NOC)
১০। নকশা অনুমোদন।
১১। অননুমোদিত/অনুমোদিত নকশা বহির্ভূত স্থাপনা অপসারন।
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ ,খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ ২০২০ ,খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ,খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ ,খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ চাকরি ,khulna unnayan kartripakkha ,khulna unnayan kartripakkha job circular ,খুূলনা উন্নয়ন কর্তৃপক্ষ জ ,খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ জব ,খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ সার্কুলার,