ইস্টার্ন ব্যাংক লিমিটেড(EBL)আমদানীকৃত ক্রুড ওয়েল বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশান (বিপিসি)’র সাথে প্রসেসিং চুক্তির আওতায় প্রসেস করে এবং বিপণনের জন্য বিপিসির অঙ্গসংগঠনসমূহের নিকট বিপণন এবং বিতরণের জন্য হস্তান্তর করে থাকে। সৌদি আরব থেকে আমদানীকৃত এরাবিয়ান লাইট ক্রুড (এ এল সি) এবং দুবাই থেকে আমদানীকৃত মারবান ক্রুড প্রসেস করে ই আর এল প্রায় ১৬ ভিন্ন ভিন্ন পেট্রোলিয়াম পণ্য উৎপাদন করে থাকে। এছাড়াও ক্রুডের সাথে সংমিশ্রণ হিসেবে ই আর এল বাৎসরিক প্রায় ১০০,০০০ মেট্রিক টন প্রাকৃতিক গ্যাস কন্ডেন্সেট প্রসেস করে থাকে।
ইস্টার্ন রিফাইনারী লিমিটেড-এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
বেতন স্কেলঃ ৫০,০০০/-
আবেদনের সময়সীমাঃ ২৮ মার্চ ২০২০
ইস্টার্ন ব্যাংক লিমিটেড নিয়োগ 2020
Source: Samakal, 16 March 2020
Application Deadline: 28 March 2020
Check EBL Recent All job Circular Posted On Official Website here
Application Related Website: www.erl.com.bd & http://erlb.teletalk.com.bd
অত্যন্ত আনন্দের বিষয় যে, ১৯৬৮ সালের ৭ মে প্রথম উৎপাদনের পর, ইস্টার্ণ রিফাইনারি লিমিটেড (ই আর এল), দেশের একমাত্র সরকারি তৈল শোধনাগার হিসেবে সম্প্রতি ৫০ বছর পূর্তি উৎযাপন করেছে। দীর্ঘ পরিক্রমায় প্রানপ্রিয় এই প্রতিষ্ঠান স্বত্ত্বাধিকার এবং প্রক্রিয়াগত দিক থেকে অসংখ্য পরিবর্তনের মধ্য দিয়ে পরিনত হয়েছে এবং আকার, কর্মপদ্ধতি ও গুরুত্বের দিক থেকে উল্লেখযোগ্য পরিবর্ধনের মধ্য দিয়ে সমৃদ্ধ হয়েছে। মহান আল্লাহ্ তায়ালার অসীম অনুগ্রহে ই আর এল একটি লাভজনক প্রতিষ্ঠান হিসেবে প্রতি বছর জাতীয় রাজস্বে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে এবং পাশাপাশি দেশের ক্রমবর্ধমান চাহিদার সাথে সামাঞ্জস্য রেখে ধারাবাহিকভাবে বিভিন্ন পেট্রোলিয়ামজাত পণ্যের সুষ্ঠু সরবরাহ বজায় রেখে চলেছে। এই প্রতিষ্ঠানের উৎপাদন, বাণিজ্যিক দক্ষতা, আর্থিক সক্ষমতা এবং আন্তরিক শিল্প সম্পর্ক দীর্ঘসময় ধরে দেশের সরকারী ক্ষেত্রে একটি অনুকরণীয় প্রতিষ্ঠান হিসেবে একে প্রতিষ্ঠিত থাকতে সহায়তা করে চলেছে, যা মূলতঃ কর্মকর্তা, কর্মচারীগণের নিরলস পরিশ্রম, পরাকাষ্ঠা এবং আন্তরিকতার ফসল।